বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আন্দোলন পারলে ঠেকান

নিজস্ব প্রতিবেদক

আন্দোলন পারলে ঠেকান

সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আন্দোলন চলছে, চলবে- পারলে ঠেকান। কী করবেন? গ্রেফতার করবেন? সাজা দেবেন? দিতে থাকেন।

এই আন্দোলন বন্ধ করতে পারবেন না। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের সমাবেশে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, প্রতারণার নির্বাচনের পর প্রধান বিরোধী দল কে হবে? সরকার তো হয়েই আছে। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি হবে? যারা নিজেদের আসন কনফার্ম করতে পারে না, অনেক কান্নাকাটি অনুনয়-বিনয় করে যে ২৬টি আসন দিয়েছে, আবার তাদের অনেকেই বলে- কাকে যে রাখে আবার কাকে বাদ দেয়, বলা মুশকিল।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর