শিরোনাম
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভার্চুয়াল জনসভায় শেখ হাসিনা

দলের কেউ সংঘাত করলেও রেহাই নেই

নিজস্ব প্রতিবেদক

দলের কেউ সংঘাত করলেও রেহাই নেই

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, প্রত্যেকে জনগণের কাছে যাবেন। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। কারও অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। কোনো সংঘাত-মারামারি আমি দেখতে চাই না। আওয়ামী লীগের কেউ যদি সংঘাতে জড়ায় তারও রেহাই নেই। তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দেশের পাঁচ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা, খাগড়াছড়ি এ পাঁচ জেলায় গতকাল আওয়ামী লীগের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভাগুলোয় যুক্ত হন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আমরা চাই জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। পছন্দমতো যাকে খুশি তাকে ভোট দেবে। এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র আরও সুদৃঢ় হবে। এর ব্যত্যয় যদি ঘটে ভবিষ্যতে বাংলাদেশ শেষ হয়ে যাবে। আমরা যতটুকু করেছি সেটুকুও থাকবে না। দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন সন্ত্রাস-জঙ্গিবাদ করে কেউ মানুষের ক্ষতি করতে না পারে। সেজন্য সবাইকেই আমি সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, অতীতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল। জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে; এ প্রত্যয় নিয়েই সংগ্রাম করেছি। অনেক সংগ্রাম, ঘাত-প্রতিঘাত আমাদের পার করতে হয়েছে। আওয়ামী লীগের অগণিত নেতা-কর্মীকে অত্যাচারের শিকার হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। তার পরও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ২১ বছর পরে ক্ষমতায় আসি। জনগণের সেবক হিসেবে যাত্রা করি। ’৯৬ থেকে ২০০১ সাল ছিল ’৭৫-এর পরে বাংলাদেশের মানুষের জন্য স্বর্ণযুগ। প্রধানমন্ত্রী বলেন, আমরা খাদ্যসেবা নিশ্চিত করি, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিই, শিক্ষার ব্যবস্থা করি, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করি। আমরা এ দেশের রাস্তাঘাট-পুল-ব্রিজ নির্মাণের কাজ হাতে নিই, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি। ১৬০০ থেকে ৪ হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করি। প্রতি ঘরে বিদ্যুৎ দেব সেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারলাম না। কারণ একটা বড় দেশ থেকে গ্যাস বিক্রির প্রস্তাব ছিল, আমি বলেছিলাম এটা জনগণের সম্পদ আমি বিক্রি করতে পারি না। কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে যান।

সর্বশেষ খবর