শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অসহযোগ সফলের চেষ্টায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

‘অসহযোগ আন্দোলন’-এর পক্ষে জনমত তৈরি করতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। এর মধ্যে ঢাকার এলিফ্যান্ট রোড, বেইলি রোড, শান্তিনগরসহ কয়েকটি এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নেতৃত্ব দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, সাবেক ছাত্রদল নেতা মাহবুব, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে তিনি কয়েকজন নেতা-কর্মী নিয়ে এলিফ্যান্ট রোড এবং পরে বেইলি রোডে দোকানপাটের কর্মচারী, পথচারী, রিকশা-সিএনজি চালক ও যাত্রীদের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন। এরপর নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন। বুধবার এক সংবাদ সম্মেলনে ৭ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানায় বিএনপি। একই সঙ্গে দলটি সেদিন থেকে সরকারকে ‘সব ক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করে। ওইদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রিজভী আহমেদ।

 বিএনপি হাইকমান্ডের পক্ষে দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল দেওয়া স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানান রিজভী আহমেদ। বুধবারের সেই আহ্বানের কথা দেশবাসীকে গতকালও স্মরণ করিয়ে দেন তিনি। বিএনপির মুখপাত্র বলেন, ৭ জানুয়ারির সাজানো ভাগবাঁটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচনে ওরা ছাড়া কেউই কেন্দ্রে যাবে না। আমরা জনসাধারণকে বলব, ঐক্যবদ্ধ হয়ে এ ডামি নির্বাচন বর্জন করুন। কেউ ৭ জানুয়ারি কেন্দ্র যাবেন না। আপনি নিজেও যাবেন না, অন্যকে যেতে বারণ করুন। এ নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ বিদেশিরা দেখছে কীভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে। ৭ জানুয়ারির ভোট বর্জনে বিএনপি বৃহস্পতি, শুক্র ও শনিবার সারা দেশে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে।

সর্বশেষ খবর