শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পরিবর্তনের স্লোগানে জাতীয় পার্টির ইশতেহার

নিজস্ব প্রতিবেদক

পরিবর্তনের স্লোগানে জাতীয় পার্টির ইশতেহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’, এই স্লোগানে দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। গতকাল দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে যেসব ঘোষণা দেওয়া হয়েছে- প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু, ঢাকা থেকে ৫০ শতাংশ সদর দফতর স্থানান্তর, নির্বাচন

পদ্ধতি সংস্কার, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দুর্নীতি ও অর্থপাচার রোধ, দুদককে সরকারি প্রভাবমুক্ত রাখা, বিশেষ ক্ষমতা আইন বাতিল, প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো, কোরআন ও সুন্নাহবিরোধী আইন না করা, ইসলামিক কমিশন গঠন, বিশ্ব ইজতেমার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা, নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনে মৃত্যুদন্ডের আইন করা, সবার সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়, এই নীতি হবে দেশের আন্তর্জাতিক নীতি।

সর্বশেষ খবর