শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সম্পদের তথ্য গোপনে মনোনয়ন বাতিল হওয়ার কথা

নিজস্ব প্রতিবেদক

সম্পদের তথ্য গোপনে মনোনয়ন বাতিল হওয়ার কথা

বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি যাচাইবাছাই করে দেখত প্রার্থী ভুল তথ্য দিয়েছেন অথবা তথ্য গোপন করেছেন, আর এ জন্য মনোনয়পত্র বাতিল করা হতো, তাহলে এই কাজ তারা কখনো করতেন না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, তথ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের সম্পর্কে জেনে বুঝে ভোটাররা যেন সিদ্ধান্ত নিতে পারেন। যাতে সঠিক প্রার্থী নির্বাচিত হন। সৎ, যোগ্য ব্যক্তিরা মানুষের কল্যাণে জাতীয় সংসদে কাজ করার সুযোগ পান। যারা সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তাদের হলফ করে আট ধরনের তথ্য দিতে হবে। এ তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্যই হলো জনগণকে ক্ষমতায়িত করা। তথ্যগুলো যদি সঠিক না হয়, যদি বিভ্রান্তমূলক হয়, তাহলে মানুষ ক্ষমতায়িত হওয়ার পরিবর্তে বিভ্রান্ত হয়। বাস্তবে তাই হচ্ছে। বদিউল আলম মজুমদার বলেন, ভোটারদের বিভ্রান্ত করা কোনো ভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশন প্রার্থীদের দেওয়া তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দেবে, আদালতের এই নির্দেশ আছে। নির্বাচন কমিশন কখনো এই কাজটি করেনি। তিনি আরও বলেন, এ ছাড়া নির্বাচন কমিশনের দায়িত্ব হলফনামায় দেওয়া তথ্য যাচাই-বাছাই করা। ইসিকে অনুরোধ করেও আমরা এই কাজটি করাতে পারিনি। নির্বাচন কমিশন যদি যাচাই-বাছাই করে দেখত যে, প্রার্থী ভুল তথ্য দিয়েছেন অথবা তথ্য গোপন করেছেন। তখন তাদের মনোনয়পত্র যদি বাতিল করা হতো, তাহলে এ কাজ প্রার্থীরা কখনই করতে পারতেন না। তিনি বলেন, কেউ যদি তথ্য গোপন করেন তাহলে এই অপরাধে তার মনোনয়ন বাতিল হওয়ার কথা। কেননা দ বিধির ১৮১ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সামনে হলফ করে মিথ্যা তথ্য দেওয়া দ নীয় অপরাধ। ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনি অঙ্গনে অনেক দুর্বৃত্ত বিচরণ করছে। যারা বিরাট অঙ্কের টাকা খরচ করে মনোনয়ন কিনেছে। এরাই নির্বাচিত হয়ে ওই পদ-পদবি ব্যবহার করে বিভিন্নভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করে থাকে।

সর্বশেষ খবর