শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কোনো বাধা দেখছি না

----- মো. শাহনেওয়াজ

কোনো বাধা দেখছি না

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেছেন, এখন পর্যন্ত আমি দেখছি সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সবকিছু ঠিকমতোই করছে। তাই ঝুঁকির বিষয়টা এখনি বলার সুযোগ নেই। এক প্রার্থীর ওপর অন্য প্রার্থীর যে হামলার ঘটনাগুলো ঘটছে, এটা নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো বাধা নয়। তবে এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। এ জন্য দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তা আছেন, রিটার্নিং অফিসাররা আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, উনারা দেখবেন। অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ভোটে কোনো বাধা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনেক দেশেই হয়, আমাদের দেশেও হয়েছে। এখন যে দল সরকারে আছে তারা একটা সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এটার ওপর বিশ্বাস করে নির্বাচন করার বিকল্প তো কিছু নেই। ওটাই করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, নির্বাচন কমিশন তাদের দিকনির্দেশনা দেবে যাতে ভালো নির্বাচন হয়। বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচনের বাইরে থাকা ও হরতাল-অবরোধ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে। ভোট বর্জনের কথা বলছে। ভোট বর্জন যে কেউ করতেই পারে। তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করতেই পারে। সবাই তো ভোট দিতে যায় না। যারা যাবে, তারা ভোট দেবে। এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর