শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ইসি আনিছুর রহমান

দেশের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, দেশের অস্তিত্ব ও অর্থনীতির স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। ৭ জানুয়ারি একটি ভালো নির্বাচন করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য।  গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  ব্রাহ্মণবাড়িয়াতে খোদ প্রার্থীরাই নির্বাচনের আচরণবিধি মানছেন না বলে উল্লেখ করেন এবং তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় কয়েকজন প্রার্থী, তাদের প্রধান নির্বাচনি এজেন্ট ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ডানে বামে তাকানোর সময় আপনাদের নেই। কে কোন দলের সেটা আপনারা ভাববেন না। প্রিসাইডিং অফিসারকে সব ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি ইচ্ছা করলে ভোট গ্রহণ বন্ধ করে দিতে পারবেন। আর ওই কেন্দ্রে আবার ভোট হলে তখন আরও বেশি নিরাপত্তাব্যবস্থা নেওয়া যাবে। রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর