শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সিইসি কাজী হাবিবুল আউয়াল

যে কোনো মূল্যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যে কোনো মূল্যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যে কোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে হবে। কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশটা যেন অনুকূল থাকে, ভোটাররা যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। গতকাল সকালে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে থাকা খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমসহ ১৩ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি। এ সময় তিনি বলেন, ভোট কেন্দ্রের ভিতরে আমরা থাকব না, প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা থাকবেন। কেন্দ্রের ভিতরে যেন কোনোরকম অনিয়ম, কারচুপি, দখলদারি, পেশিশক্তির প্রয়োগ না হয় সে ব্যাপারে তাদের ব্যাপকভাবে প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। এসব কর্মকর্তার জবাবদিহির বিষয়টি যেন নিশ্চিত করা হয় সে ব্যাপারে রিটার্নিং অফিসারদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রিটার্নিং অফিসারদেরই মূল দায়িত্বটা পালন করতে হবে। সেখানে তারাই নির্বাচন কমিশন, তারাই প্রধান নির্বাচন কমিশনার। সব ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। তাদের এ দায়িত্ব নিতে হবে, এ দায়িত্ব বহন করতে হবে এবং সুচারু ও সুষ্ঠুভাবে এ দায়িত্ব পালন শেষ করতে হবে- এ বার্তাও তাদের দেওয়া হয়েছে।’ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এসব ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। যদি দায় নিরূপণ করতে পারি, তাহলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘দু-চারটা এরকম ঘটনা হয়তো ঘটবে, ব্যাপকভাবে যাতে না ঘটে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধিবিধান অনুসরণ করে সে ব্যবস্থা নেবেন। পরে বিকালে একই স্থানে প্রধান নির্বাচন কমিশনার যশোর জেলার ছয় আসনের ৩২ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ খবর