শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন বিষয়ে আগের অবস্থানেই জাতিসংঘ : মুখপাত্র

কূটনৈতিক প্রতিবেদক

নির্বাচন বিষয়ে আগের অবস্থানেই জাতিসংঘ : মুখপাত্র

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে বলে আসা বিশ্ব সংস্থা জাতিসংঘ আগের অবস্থানই ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার নিয়মিত ব্রিংফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এমনটাই বলেছেন।

বিরোধী দলের নেতা-কর্মীদের কারাগারে আটকে রেখে ৭ জানুয়ারি বাংলাদেশের শাসকগোষ্ঠী ‘একতরফা’ নির্বাচন করতে উদ্যোগী হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে একজন প্রশ্ন করেন, এ অবস্থায় জাতিসংঘ অবাধ ও সুষ্ঠু ভোট আশা করে কি না? বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ নেবেন কি না? জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমি আগেও আপনার এসব প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই, যেখানে মানুষ কোনো ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারবে। অবশ্যই নির্বাচনের পর হয়তো আমরা কিছু বলব, তবে এখন আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পরে আরেকজন বাংলাদেশে চলমান সহিংসতার বিষয়টি তুলে ধরে বলেন, গত ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার পর তিন বছরের এক শিশু ও নারীসহ চারজনের মৃত্যু হয়। এ ধরনের অগ্নি-সহিংসতার শিকার ভুক্তভোগী ও নির্বাচনপূর্ব রাজনৈতিক সহিংসতা নিয়ে কি জাতিসংঘ উদ্বিগ্ন? জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেন, ভয়াবহ ওই ঘটনায় নিহতদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমি মনে করি, বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা এবং ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা।

সর্বশেষ খবর