রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবশেষে শান্তদের নিউজিল্যান্ড জয়

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে শান্তদের নিউজিল্যান্ড জয়

টানা হারে অবশেষে যতি টানলেন নাজুমল হোসেন শান্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশটির মাটিতে টানা ১৮ হারের পর ১৯ নম্বরে এসে জট খুলল টাইগাররা। হারের খোলস ভাঙতে গতকাল নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে বাংলাদেশ। দুর্দান্ত ক্রিকেট খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বহু আরাধ্য জয় তুলে নিয়েছে। এ জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। কিন্তু তার চেয়েও বড় বিষয়, সমালোচনার জবাব দিয়ে নিজেদের সামর্থ্যরে প্রমাণ রেখেছেন নাজমুলরা। ডানেডিনে বৃষ্টিস্নাত প্রথম ওয়ানডেতে টাইগাররা হেরে যায় ৪৪ রানে। নেলসনে সৌম্য সরকারের বিধ্বংসী ১৬৯ রানের পরও হারে ৭ উইকেটে। অবশেষে গতকাল জয় পায় ২০৯ বল হাতে রেখে। যা নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়। এটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ওয়ানডে জয়। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের এটা সর্বনিম্ন স্কোর, ৯৮। আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৬২, ২০১৩ সালে মিরপুরে অলআউট হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। ওয়ানডে সিরিজ শেষ। এখন ২৭ ডিসেম্বর নেপিয়ার দিয়েই শুরু হবে টি-২০ সিরিজ। তিন ম্যাচ টি-২০ সিরিজের বাকি দুটি ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মন্টগুনাইয়ে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ২৯ ম্যাচে এটাই বাংলাদেশের প্রথম জয়।

সাকিব আল হাসানের পরিবর্তে নিউজিল্যান্ড সফরে দায়িত্ব পান নাজমুল শান্ত। তার নেতৃত্বেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা উড়ে আসে তাসমান পাড়ের দেশটিতে। ওয়ানডে সিরিজ শুরুর আগে টাইগার অধিনায়ক স্পষ্ট করে জানিয়েছিলেন, সিরিজ জয়ের জন্য খেলবেন। কিন্তু প্রথম দুটি ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করে। নেপিয়ারের তৃতীয় ও শেষ ওয়ানডের আগের দিন টাইগার অধিনায়ক মিডিয়াকে জানিয়েছেন, নেতিবাচক মানসিকতা বাদ দিয়ে ইতিবাচক মানসিকতার হতে। গতকাল সান্ত্বনার ম্যাচ জিতে টাইগার অধিনায়ক বলেন, ‘যদি ইতিহাস চিন্তা করেন, তাহলে অবশ্যই গর্ব করার মতো ফল করেছি। একটা ম্যাচ জিততে পেরেছি। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি সিরিজ জিততেই এসেছিলাম এবং এটা বলার সময় আমি সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য আমরা হয়তো কিছুটা দুর্ভাগা ছিলাম। আমাদের বোলিং অপশনগুলো শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই আমরা খুশি যে, জিততে পেরেছি। তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগত।’

টস জিতে ফিল্ডিং নেন টাইগার অধিনায়ক। উইকেটে সবুজ ঘাস থাকায় নাজমুল একাদশের চার পেসারকে কাজে লাগান। নিউজিল্যান্ডকে ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট করে। স্বাগতিকদের সব উইকেট নিয়েছেন চার টাইগার পেসার। ম্যাচসেরা তানজিম সাকিবের স্পেল ৭-২-১৪-৩। বাঁহাতি পেসার শরিফুল ইসলামও ২২ রানের খরচে নেন ৩ উইকেট। সৌম্য নিয়েছেন ৬ ওভারের স্পেলে ১৮ রানের খরচে ৩ উইকেট। প্রথম ওয়ানডেতে ৬ ওভারে ৬৩ রান দিয়েছিলেন সৌম্য। মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট। টাইগার পেসারদের বিধ্বংসী বোলিংয়ে সিরিজ সেরা উইল ইয়াং সর্বোচ্চ ২৬ রান করেন। ৯৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পা রাখে টাইগাররা। নেলসনে ১৬৯ রানের ইনিংস খেলা সৌম্য গতকাল রিটায়ার্ড হার্ট হন ব্যক্তিগত ৪ রানে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল বিজয় ও অধিনায়ক নাজমুল ৬৯ রান যোগ করেন। এনামুল ৩৭ রান করেন ৩৩ বলে ৭ চারে। নাজমুল শান্ত অপরাজিত থাকেন ৫১ রানে। ৪২ বলের ইনিংসটিতে ছিল ৮ চার। ১ রানে অপরাজিত ছিলেন লিটন দাস।

সর্বশেষ খবর