সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে এভাবে হুমকি দিয়ে ভোট চাওয়ার একটি ভিডিও কেউ একজন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। এমন ঘটনার পর ওই এলাকায় সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অন্য প্রার্থীরা। অভিযোগ দেওয়া হয়েছে জেলা প্রশাসনে। ভিডিওতে একটি সভায় ভোটারদের উদ্দেশ করে শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে বলতে শোনা যায়, ‘নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে। এটা আপনারা মনে রাইখেন। নয়তো আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলো কিন্তু কিছু থাকব না। এগুলা কিচ্ছু থাকব না, ঠিক আছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন। নৌকায় ভোট না দিলে খবর আছে।’ হুমকির এ ভিডিও ভাইরাল হওয়ার পর গতকাল বিকালে তৃণমূল বিএনপির মহাসচিব ও রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমূর আলম খন্দকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত প্রার্থীদের মতবিনিময় সভায় আছি। আমি এখানে রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে ছাত্রলীগ নেতা কর্তৃক রূপগঞ্জের ভোটারদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়টি প্রশাসনের কাছে উপস্থাপন করেছি। এর আগেও আমি রূপগঞ্জে নৌকার প্রার্থী গাজীর লোকজন কর্তৃক প্রকাশ্যে টাকা বিতরণ, আমার নির্বাচনি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগ করেছি। রূপগঞ্জে নৌকার প্রার্থীর লোকজন ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন জানিয়েছে, ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হবে। আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি।’ এ বিষয়ে রূপগঞ্জ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র কেটলি মার্কার প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া  বলেন, নৌকার লোকজন আমার বিভিন্ন এলাকার নেতা-কর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছে, অনেক এলাকায় পোস্টার ছিঁড়ে ফেলেছে। গত শনিবার মুড়াপাড়া এলাকার একটি মন্দিরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম নৌকায় ভোট না দিলে সাধারণ লোকজনের পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করার যে হুমকি দিয়েছেন,  তাতে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় আছি। আমি ওই ঘটনার বিচার দাবি করছি এবং এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে, দেখব প্রশাসন কী ব্যবস্থা নেয়।

সর্বশেষ খবর