সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধের ফায়দা নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি নাশকতাকারীদের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। দেশের কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নাশকতা করছে। আন্দোলনের নামে মানুষ মেরে বিএনপি নির্বাচন বন্ধের ফায়দা লুটবে সেটি মেনে নেওয়া হবে না। বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, আমার প্রশ্ন হচ্ছে, মানুষ পুড়িয়ে কী অর্জন করছে তারা। আমরা চাই, সংঘাত বন্ধ হোক। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে নির্বাচনি ফায়দা লোটার অন্যায় এদেশে কখনো মেনে নেওয়া যাবে না। যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এক মা তার ছোট সন্তানকে বাঁচাতে বুকে আঁকড়ে ধরেছিলেন, সেভাবেই পুড়ে মারা গেছেন। আমরা এ ধরনের দৃশ্য আর দেখতে চাই না। বিশ্বের সব খ্রিস্টান ধর্মের মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ধর্মের নামে কোনো সংঘাত, সহিংসতা বরদাশত করা হবে না। এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। সবার সমান অধিকার নিশ্চিত হয়- এমন একটা সমাজব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। তিনি বলেন, সব ধর্মের মূল কথা শান্তি আর মানব কল্যাণ। সেটি মেনে চললেই ধর্মে ধর্মে বিভাজন থাকবে না, হবে না ধর্মীয় সংঘাত। প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির নামে অমানবিকতার চরম দৃষ্টান্ত দেখছে বিশ্ব। বাংলাদেশেও মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা ঘটানো হচ্ছে সেই অপরাজনৈতিকতার স্বার্থে। তিনি বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এ মাটিতে। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের চালানো হামলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ যে বিশ্বে অনন্য নজির গড়েছে সেটি কোনোভাবেই যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অঙ্গীকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট সোনার বাংলাদেশে’ রূপান্তরিত করা।

সর্বশেষ খবর