সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিপিডির প্রতিবেদন ভুলে ভরা

নিজস্ব প্রতিবেদক

সিপিডির প্রতিবেদন ভুলে ভরা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিপিডির প্রতিবেদন ভুলে ভরা। তার দাবি, নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই সিপিডি প্রেস কনফারেন্স করে অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন দিয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সাক্ষাতের সময় তথ্যমন্ত্রী ব্যাংক খাত নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসির (সিপিডি) প্রতিবেদনের বিভিন্ন ভুল তুলে ধরেন। তিনি বলেন, সিপিডির প্রতিবেদন আমি পড়েছি। তারা বলেছেন, আমাদের উন্নয়ন বাজেটের ৭৫ শতাংশ আসে বৈদেশিক সাহায্য থেকে, এটা পুরোপুরি ভুল ও বোগাস। আমাদের উন্নয়ন বাজেটের ৩৫ শতাংশ হচ্ছে বৈদেশিক সাহায্যনির্ভর। এ প্রতিবেদনে আরও ভুল আছে। তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন বড় বড় গ্রুপ ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে, সেগুলোকে সন্নিবেশিত করে সিপিডি বলতে চেষ্টা করেছে যে, ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আমি মনে করি, ব্যাংকিং খাতে অনিয়ম যে হয়নি বা হচ্ছে না সেটি নয়, অনিয়ম কিছুটা হয়েছে। কিন্তু এসব বিষয় আগে বহুবার পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে গবেষণার কিছু নেই। এগুলো সব লোন ইস্যু বা ঋণের বিষয়, এগুলো সবাই জানে। তারা পত্র-পত্রিকা ঘেঁটে নির্বাচনের আগ মুহূর্তে প্রেস কনফারেন্স ডেকে এ প্রতিবেদন প্রকাশ করল। এ সময় মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নিবদ্ধ করার জন্যই এটি করা হয়েছে। সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে এবং সরকার যাতে সঠিকভাবে কাজ করে সে প্রয়োজনে ভুল ধরে দেওয়ার জন্য সিডিপির মতো প্রতিষ্ঠান দরকার আছে, গবেষণারও প্রয়োজন আছে। কিন্তু যখন এ গবেষণায় এত বড় ভুল থাকে, অসত্য থাকে, তাহলে তো সেই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তৈরি হয়। যারা প্রতিবেদন প্রকাশ করে তাদের নিয়েও প্রশ্ন ওঠে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর