শিরোনাম
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

খালেদার কেবিন থেকে গ্রেফতার যুবক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ছবি তুলতে চেয়েছিলেন আটক যুবক সুজন (৩০)। গতকাল দুই দিনের রিমান্ডের শেষ দিনে জিজ্ঞাসাবাদে এ কথা পুলিশকে বলেছেন সুজন।

তার ভাষ্য, আমি আগে ছাত্রদল করেছিলাম, ম্যাডামের সঙ্গে একটা ছবি তোলার আশা ছিল। সে জন্যই কেবিনে ঢুকেছিলাম, শুধু তার সঙ্গে ছবি তোলার জন্য। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের কেবিনে প্রবেশ করতে চেয়েছিলেন। তবে এ জন্য তিনি কারও অনুমতি নেননি। অনুমতি ছাড়া অপরিচিত ওই যুবক কেবিনে প্রবেশ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে সুজনকে আটক করে হেফাজতে নেয় ভাটারা থানা পুলিশ। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, আটক যুবক সুজন ফরিদপুর থেকে এসেছেন। তিনি এভারকেয়ার হাসপাতালে ঢুকে বিএনপি চেয়ারপারসনের কেবিনে প্রবেশের চেষ্টা করেছিলেন। পরে সন্দেহভাজন হিসেবে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। দুই দিন রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। ওসি জানান, ম্যাডামের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তার। তাই তিনি কেবিনের সামনে ঘোরাফেরা করছিলেন। তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের অনুরোধ করেন, তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান। কারণ খালেদা জিয়ার সঙ্গে সুজন ছবি তুলতে চেয়েছিলেন। জানা গেছে, সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ২৩ নম্বর চর চাঁদপুরের ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকায়। তার বাবার নাম সোহরাব।

সর্বশেষ খবর