বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট

নিজস্ব প্রতিবেদক

ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট

ফেনীতে গতকাল বিএনপি নেতারা লিফলেট বিতরণ করেন -বাংলাদেশ প্রতিদিন

৭ জানুয়ারির ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীসহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। গতকাল সকালে মতিঝিলে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় সর্বাত্মক প্রতিরোধে সরকারের পতন নিশ্চিতের আহ্বান জানান তিনি। ভোটারদের উদ্দেশে বলেন, এ নির্বাচনে আপনারা যাবেন না। যে সরকার জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের জীবন-জীবিকা নিয়ে খেলা করছে, এই সরকারকে অসযোগিতা করুন। ইতিহাসে প্রথম শুনলাম- একটা রাজনৈতিক দল নিজের প্রার্থীর বাইরে ডামি প্রার্থী দেয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সরদারের নেতৃত্বে এলিফ্যান্ট রোড, হাতিরপুল বাজার এলাকায় বিএনপি নেতা শহিদুল ইসলাম, মতিউর রহমান, শাহাবুদ্দিন, হাসু, রানা, আমির হোসেন প্রমুখ লিফলেট বিতরণে অংশ নেন। দক্ষিণখান থানার ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি আজমপুর কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, মমিন উদ্দিন, আ. সাত্তার বাবুল, কামাল হোসেন, সালাউদ্দিন খান লিটন, আতাউর রহমান, রিয়াজ উদ্দিন অংশ নেন। মিরপুর-১১ নম্বর বাজার এলাকায় পল্লবী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ মল্লিকের তত্ত্বাবধানে রূপনগর থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল আউয়াল, পল্লবী থানায় বিএনপির সাবেক সহসভাপতি মো. বশির উদ্দিন, পায়রা ও জাহাঙ্গীর আলম, যুবদলের রাজিব হোসেন পিন্টু। আদাবর এলাকায় থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, থানা যুবদলের সাধারণ সম্পাদক রাফি উদ্দিন ফয়সাল, বিএনপির হাবিবুল হাসান হাবিবের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। মিরপুর থানার ৬০ ফিট পীরেরবাগে ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ফিরোজ আহমেদের নেতৃত্বে ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিব আহমেদ রাজ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের খোরশেদ আলম মাসুদ, রুবেল আহমেদ, হারুনুর রশিদ অংশ নেন।

যুবদলের গণসংযোগ ও লিফলেট : রাজধানীর বেইলি রোডে গতকাল দুপুরে যুবদলের নেতা-কর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ সময় তারা সরকার পতনের একদফা দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান। উপস্থিত ছিলেন যুবদল যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহতথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব ম ল, সহকোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সহক্রীড়া সম্পাদক আমানউল্ল্যাহ বিপুল, সহক্ষুদ্র ও কুঠিরশিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহগ্রাম সরকার সম্পাদক মহিনউদ্দিন রাজু, সহমানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম আক্তার, সহপাঠাগার সম্পাদক সাজিদ হাসান বাবু, সদস্য মিজানুর রহমান সুমন, আনোয়ার হোসেন জনি, মোরশেদ আলম, হেদায়েত হোসেন ভূঁইয়া, যুবদল নেতা রাশেদ আল আমিন শুভ, নজরুল ইসলাম, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল প্রমুখ।

গণ অধিকার পরিষদ : জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন নেতা-কর্মীরা মিছিল বের করে লিফলেট বিতরণ করেন। পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, তারেক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপিপন্থি আইনজীবী : ঢাকার জেলা জজ আদালত প্রাঙ্গণে গতকাল একই দাবিতে লিফলেট বিতরণ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ওমর ফারুক ফারুকী ও অ্যাডভোকেট মহসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

১২ দলীয় জোট : জাতীয় প্রেস ক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে ১২ দলীয় জোট। অংশ নেন জোটের প্রধান সমন্বয়ক ও জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, হান্নান আহমেদ বাবলু, এম এ বাশার, শামসুল আহাদ, মাওলানা আবদুল করিম প্রমুখ।

লেবার পার্টি : রাজধানীর পুরানা পল্টন এলাকায় বাংলাদেশ লেবার পার্টি লিফলেট বিতরণ করে। বিতরণে অংশ নেন পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, রামকৃষ্ণ সাহা, খন্দকার মিরাজুল ইসলাম, মো. হেলাল উদ্দিন চৌধুরী, নাসিমা নাজনিন সরকার, বাদশা মিয়া প্রমুখ।

লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় বিএনপির সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির নেতারা দাবি করেছেন। গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুল আলম খান জুয়েল, বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, বিএনপির নওদাবাস ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদ ফেরদৌস জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য লিফলেট বিতরণের প্রস্তুতি নেয় উপজেলা বিএনপি। উপজেলা পরিষদের প্রবেশদ্বারের সামনে লিফলেট বিতরণের একপর্যায়ে বক্তৃতা শুরু করেন বিএনপি নেতারা। বক্তৃতা চলাকালীন পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের ওপর অতর্কিতভাবে বেধড়ক লাঠিপেটা শুরু করে। এতে বিএনপির অন্তত সাতজন নেতা-কর্মী আহত হন।

চট্টগ্রাম : নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। গতকাল সকালে নগরীর চকবাজার কাঁচাবাজার এলাকায় নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে জনমত তৈরির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মন্জুর আলম মন্জু, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. এমরান উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নাটোর : গতকাল সকালে নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর থানা বিএনপির সাংগঠনিক স¤পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক নেতা আমিরুল ইসলাম আমীরসহ নেতৃবৃন্দ।

বরিশাল : বরিশালে মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।  গতকাল সকাল ১০টায় মহানগর বিএনপির আয়োজনে নগরীর ফলপট্টি থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে তারা চকবাজার হয়ে বাজার রোড পর্যন্ত লিফলেট বিতরণ করেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণকালে মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে জনমত তৈরির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর