বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিপিডির তথ্যকে আজগুবি বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির পর্যালোচনাকে ‘আজগুবি’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘সিপিডিতে অনেক রাশিয়ান অর্থনীতিবিদ আছেন, যারা বাহবা পাওয়ার জন্য ঘরে বসে অঙ্ক কষে আজগুবি তথ্য দিচ্ছেন।’ গতকাল সকালে সিলেট নগরীর আম্বরখানায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে দেশের ঋণ কেলেঙ্কারির ঘটনাগুলো নিয়ে ১৫ বছরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর্যালোচনা তুলে ধরে সিপিডি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, ২০০৮ সাল পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকায়। এ সময়ে নানা অনিয়মের মাধ্যমে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। ড. মোমেন বলেন, ‘ওরা (সিপিডি) একেক সময় একেক ধরনের গল্প বলে এবং ছড়ায়। দেশটাকে ধ্বংসের জন্য উনারা কিছু কাজ করেন। তবে তাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে সরকার তা গ্রহণ করবে।’ তিনি বলেন, ‘রাশিয়ার মতো বড় দেশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।’ গার্মেন্ট কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে বলেন, ‘তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোনো ভয়-আতঙ্ক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে তাদের পরিমাণ নগণ্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে।’ বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু লোক প্রপাগান্ডা ছড়াচ্ছে, কয়দিন পরপর প্রপাগান্ডা শোনেন। একেকটা কাহিনি কদিন পর পর বের হয়। এগুলো একেবারে ভুয়া।’

সর্বশেষ খবর