বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেনা-বিজিবি মোতায়েনে সহিংসতা থাকবে না

নিজস্ব প্রতিবেদক

সেনা-বিজিবি মোতায়েনে সহিংসতা থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার থেকে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। এরপর সেনাবাহিনী মাঠে নামবে। সেনা ও বিজিবি মোতায়েন হলে নির্বাচন কেন্দ্র করে এখন যতটুকু উত্তেজনা বা সহিংসতা দেখা যাচ্ছে, তা-ও থাকবে না। সার্বিক পরিস্থিতি আরও শান্ত ও সুন্দর হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সারা দেশে নির্বাচন ঘিরে সহিংসতা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সব সময় মনিটর করছে। যাকে মনে করছে বদলাতে হবে, আমাদের কাছে লিস্ট পাঠাচ্ছে, তাৎক্ষণিক তাকে পাল্টে দেওয়া হচ্ছে। এটা নির্বাচন কমিশন সব সময় করে, সেই অনুযায়ী করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন এলে একটা উত্তেজনা, আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। পছন্দের প্রার্থীকে জয়ী করতেই হবে, এরকম একটা ভাব চলে আসে কর্মী ও সমর্থকদের মধ্যে। সেই সময় বাগবিতন্ডাও হয়। এখন পর্যন্ত সবকিছু নজরদারিতে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ভবিষ্যতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব। যে দু-একটি ঘটনা ঘটে গেছে, সেখানে জড়িতদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামনে বিজিবি মাঠে নামবে, পরে সেনাবাহিনীও চলে আসবে। কাজেই পরিস্থিতি আরও শান্ত হয়ে যাবে, আরও সুন্দর পরিস্থিতির সৃষ্টি হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন থেকে ঝুঁকিপূর্ণ তালিকা চাচ্ছে। পুলিশ এটা চূড়ান্ত করলে পাঠিয়ে দেওয়া হবে। ঝুঁকিপূর্ণ মানুষ বা কেন্দ্র আছে কি না- সেটি তারা জানতে চেয়েছেন।

মন্ত্রী বলেন, একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, সহিংসতা করার চেষ্টা করছে। সেজন্য নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নির্বাচনে এলে জয়ী হতে পারবে না, এজন্যই লন্ডনে থাকা তাদের পলাতক নেতার নির্দেশে নির্বাচনে আসেনি। নির্বাচনে না এসে প্রপাগান্ডা চালাচ্ছে তারা। তাদের এসব কথা দেশের জনগণ পাত্তা দেয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর