বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক

১ থেকে ৭ জানুয়ারি আপিল বিভাগ, হাই কোর্ট বিভাগসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, দেশ ও জাতির এই চরম সন্ধিক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

কর্মসূচির বিষয় উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিসহ সব বিচারকের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে। ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাই কোর্ট বিভাগ, সব জেলা আদালত, সেশন্স আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালত, মুখ্য জুডিশিয়াল আদালতসহ সব আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে। কোনো উসকানিতে পা না দিয়ে, শান্তিপূর্ণভাবে এ গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য দেশের আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানান কায়সার কামাল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর