বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন কর্মসূচি

কলকাতা প্রতিনিধি

রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন কর্মসূচি

কংগ্রেস দলীয় সংসদ সদস্য রাহুল গান্ধীর নেতৃত্বে আসছে ১৪ জানুয়ারি শুরু হবে ‘ভারত ন্যায় যাত্রা’। এর আগে রাহুলের নেতৃত্বে গত বছরের ‘৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত হয়েছিল ‘ভারত জোড়ো যাত্রা’। ‘ভারত ন্যায় যাত্রা’ চলবে ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। উত্তর-পূর্ব ভারতের মণিপুর থেকে যাত্রা শুরু হয়ে ২০ মার্চ তা শেষ হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে।

ন্যায় যাত্রায় অংশগ্রহণকারীরা ৬ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। মণিপুরের রাজধানী ইম্ফলে ১৪ জানুয়ারি এ যাত্রার উদ্বোধন করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ভারত ন্যায় যাত্রার প্রদক্ষিণের জন্য একাধিক বাস ব্যবহৃত হবে। যাতে সর্বাধিক মানুষ এ যাত্রায় শামিল হতে পারে। তবে এ ন্যায় যাত্রার সময় বিক্ষিপ্তভাবে হাঁটার ব্যবস্থাও রয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বুধবার সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে উত্তর ভারতের কাশ্মীর পর্যন্ত যে ভারত জোড়ো যাত্রা হয়েছিল, তা ছিল ঐতিহাসিক। সেই দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে রাহুল গান্ধী এবার নতুন এক যাত্রা শুরু করছেন। এ যাত্রা সমাজের যুব, নারী এবং প্রান্তিক মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চলেছে। তার অভিমত. সবার জন্য ন্যায় চাই। এ লক্ষ্য নিয়েই এ যাত্রার নামকরণ। বিজেপি মুখপাত্র নলিন কোহলি বলেন, ‘ভারতের জনগণ স্পষ্টতই ভারত জোড়ো যাত্রার ধারণা প্রত্যাখ্যান করেছিল। রাহুলের মতো নেতারা মনে করেছিল যে কিছু স্লোগান দিয়ে ভারতের জনগণকে বোকা বানানো যায়।’ উল্লেখ্য, রাহুলের ভারত জোড়ো যাত্রা অতিক্রম করেছিল কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত প্রায় ৪ হাজার কিলোমিটার পথ। ওই যাত্রার পরে কর্ণাটক ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে বেশ প্রভাব পড়ে। দুই রাজ্যে নির্বাচনে জয়লাভের পাশাপাশি কংগ্রেসের প্রাপ্ত ভোটের ব্যবধানও বাড়ে। আগামী বছরের গোড়ার দিকে ভারতের লোকসভা নির্বাচন। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিশাসিত সরকারকে উৎখাত করার লক্ষ্যে ইতোমধ্যে গঠিত হয়েছে বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’। আর এবার সেই নির্বাচনের প্রাক্কালেই রাহুলের এ ভারত ন্যায় যাত্রার ঘোষণা বিরোধীদের রাজনৈতিকভাবে কতটা উজ্জীবিত করে সেটাই দেখার।

সর্বশেষ খবর