বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নজরুল ইসলাম খান

ডামি নির্বাচন বর্জন করুন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমি-ডামির নির্বাচন আখ্যায়িত করে জনগণকে এ নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চিকিৎসকদের হয়রানি ও গ্রেফতার বন্ধ, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও নির্বাচন বর্জনের দাবিতে এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে আয়োজিত গণসংযোগপূর্ব মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মানববন্ধনে নজরুল ইসলাম খান বলেন, জানুয়ারির ৭ তারিখে যা ঘটতে যাচ্ছে, এটা যদি নির্বাচন হতো, তাহলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্ন আসত। নির্বাচন মানে হলো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। আর সেটা হয় পক্ষ-বিপক্ষের মধ্যে, প্রতিপক্ষের সঙ্গে। কিন্তু আগামী ৭ তারিখে যেটা ঘটতে যাচ্ছে, সেখানে কোনো প্রতিপক্ষ নেই। তিনি বলেন, আমরা শুধু জনগণকে বলেছি, আপনারা দয়া করে ভোট দিতে যাবেন না। কারণ, আপনার ভোটে কোনো কিছুর পরিবর্তন ঘটবে না। এই অন্যায়ে আপনারা সহযোগিতা করবেন না। সরকার নিজে নিজে যেভাবে চেষ্টা করছে করুক, কিন্তু আপনারা এর সাথী হবেন না। আপনি যদি ডাকাতি ঠেকাতে না পারেন, অন্তত ডাকাতদের সঙ্গে যুক্ত হবেন না। ডাকাতিতে সহযোগিতা করবেন না। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। ড্যাব সভাপতি অধ্যাপক ড. হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল ইসলাম লাবু, মহাসচিব ড. আবদুস সালাম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে ড্যাবের নেতা-কর্মীরা ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ : অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে ঢাকা মহানগর বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে। মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে থেকে তিন রাস্তার মোড়  এলাকায় দলীয় কর্মসূচি লিফলেট বিতরণকালে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির চার কর্মী গ্রেফতার হয়। গ্রেফতাররা হলেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আ. মান্নান (ছোট মান্নান)। পরে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়। সকালে মোহাম্মদপুর থানা  বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরও অংশ নেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপু, সহ সভাপতি মো. জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম কবির প্রমুখ।  বিমানবন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মো. আসলাম হোসেন ও মো. জালালের নেতৃত্বে  বিমানবন্দর থানা এলাকায় ভোট বর্জনে লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা। এ সময় তারা সবার কাছে ভোট বর্জনের আহ্বান জানান।

সর্বশেষ খবর