শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলতাফ হাফিজ হানিফকে ২১ মাস কারাদন্ড

পিছিয়েছে মির্জা আব্বাসের মামলার রায়

আদালত প্রতিবেদক

আলতাফ হাফিজ হানিফকে ২১ মাস কারাদন্ড

রাজধানীতে গুলশান থানার ২০১১ সালের এক নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) মো. হানিফকে ২১ মাস করে কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, অবৈধ সম্পদের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রায় ঘোষণার তারিখ তৃতীয়বার পিছিয়েছে। আগামী ২৪ জানুয়ারি রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ জুন রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় বেআইনি সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। এ ছাড়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে গুলশান থানার এস আই শেখ সোহেল রানা বাদী হয়ে এ মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে এস আই মো. কামরুল হাসান তালুকদার ২০১৪ সালে ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেই মামলায় তাদের সাজা দেওয়া হয়। এ মামলার দন্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামিকে ৪২ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। তারা হলেন, এম এ আওয়াল খান, রাসেল, মইনুল ইসলাম, বাবুল হোসেন ও আলমগীর বিশ্বাস। এদিকে, মির্জা আব্বাসের রায় ঘোষণার তারিখ তৃতীয়বার পেছানো প্রসঙ্গে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, বিচারক রায় প্রস্তুত করতে পারেননি। তাই রায় ঘোষণা পিছিয়ে নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ২৪ জানুয়ারি। মামলা সূত্রে জানা গেছে, দুদকের করা এই মামলায় গত ২২ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর তারিখ ধার্য করেছিলেন আদালত। কিন্তু ৩০ নভেম্বর আদালত রায় ঘোষণা করেননি। রায় ঘোষণার জন্য আদালত ১২ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছিলেন। তবে সেদিন রায় ঘোষণা করেননি আদালত। রায় ঘোষণার জন্য গতকাল দিন ঠিক ছিল। তবে আদালত রায় ঘোষণা করেননি।

সর্বশেষ খবর