শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভারতীয় মুখপাত্র

বাংলাদেশের জনগণ নির্বাচনে তাদের ভাগ্য নির্ধারণ করবে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের জনগণ নির্বাচনে তাদের ভাগ্য নির্ধারণ করবে

বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার বিষয়ে বিএনপির মতামত প্রত্যাখ্যান করেছে ভারত। স্থানীয় সময় গতকাল বিকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে বিএনপির রাজনৈতিক মুখপাত্র যাই বলুন না কেন, আমাদের কোনো মন্তব্য নেই। সাধারণত আমরা রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি নিয়ে মন্তব্য করি না। তিনি বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চাই। তিনি আরও যোগ করেন- ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের উচিত ‘স্থিতিশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের’ রূপকল্প সমর্থন করা।

ভারত সফরে পিটার হাস : এই সংবাদদাতার এক প্রশ্নের জবাবে এমইএর (মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স) মুখপাত্র বলেছেন, আমরা মিডিয়ায় রিপোর্ট দেখেছি- তিনি ভারতে এসেছেন। সম্ভবত ব্যক্তিগত সফরে। সফরকালে তিনি কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন কিনা- আমাদের জানা নেই। এমইএ-র সূত্র নিশ্চিত করেছে যে, এমইএ-এর কোনো কর্মকর্তা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেননি। তিনি মুম্বাইয়ে বড়দিনের ছুটি কাটিয়েছেন এবং গোয়ায়ও সংক্ষিপ্ত সফর করেছেন।

 

সর্বশেষ খবর