শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশে গতকাল দিনভর নির্বাচনবিরোধী গণসংযোগ করেছে বিএনপিসহ সমমনা দলগুলো। সেখানে তারা ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেছেন। দেশবাসীর উদ্দেশে তাদের  আহ্বান  ছিল-   ৭ জানুয়ারির অবৈধ নির্বাচনের ভোট কেন্দ্রে’ কেউ যাবেন না। সেদিন ঘরে বসে নিজের পরিবার-পরিজনকে সময় দিন। নির্বাচন বর্জন করুন। একই আহ্বান জনিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রাজধানীর গুলশানে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ৭ জানুয়ারি কেউ ভোট কেন্দ্রে যাবেন না। নিজের পরিবার-পরিজনকে সময় দিন। গতকাল দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর গুলশানে সিটি করপোরেশন মার্কেটে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। নির্বাচন বর্জনের প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা ৭ জানুয়ারির ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেবেন। দুপুরে মিরপুর ১১ নম্বর বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পল্লবী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ মল্লিকের তত্ত্বাবধানে নেতৃত্ব দেন রূপনগর থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল আউয়াল, পল্লবী থানা বিএনপির সাবেক সহসভাপতি বশির উদ্দিন, বিএনপি নেতা আশফাকুর রহমান, শাহ সৈয়দ মাহমুদউল্লাহ প্রমুখ।

১৮তম কর্মসূচির দ্বিতীয় দিনের ষষ্ঠ-দফা গণসংযোগ আজ : সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচন বর্জনসহ চলমান অসহযোগ কর্মসূচির সমর্থনে  বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো এই কর্মসূচি পালন করছে। ঢাকাসহ সারা দেশে আজ যেখানে তারা কর্মসূচি পালন করবে তার মধ্যে গণতন্ত্র মঞ্চ সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বেলা ১১টা ১৫ মিনিটে তোপখানা রোড বিএমএ ভবনের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পুরানা পল্টন মোড়, এলডিপি বেলা ১১টায় মালিবাগ মোড়, গণ অধিকার পরিষদ-(নুর) বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে, গণ ফোরাম ও পিপলস পার্টি সকাল ১০টা ৩০ মিনিটে বিজনগর পানির ট্যাংকির সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া) বিকাল ৪টায় পুরানা পল্টন মোড়, লেবার পার্টি দুপুর ১২টা ৩০ মিনিটে পুরানা পল্টন জামান টাওয়ারের সামনে, এবি পার্টির দলীয় সরকারের অধীনে নির্বাচন : বর্জন, অংশগ্রহণ ও ডামি-ভোটাভুটি শীর্ষক-আলোচনা সভা দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. আ ক ম ওয়ারেসুল করিম, প্রধান আলোচক থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সকালে সদর উপজেলার বিসিক শিল্পনগরীর ননদপুর বাজার, বুধল বাজারে লিফলেট বিতরণ করা হয়। সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদল। সকালে শহরের কালিবাড়ী বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রিকশাওয়ালা ও যাত্রীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। ভোট বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল। শহরের সবুজবাগ মোড়ে লিফলেট বিতরণ শুরু হয়। বগুড়ার আদমদীঘিতে লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর