শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
রেজা কিবরিয়া

৭ জানুয়ারি আওয়ামী লীগের মৃত্যুঘণ্টা বাজবে

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের (একাংশের) আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘৭ জানুয়ারি আওয়ামী লীগের মৃত্যুঘণ্টা বাজবে। ২০২৪ সালে দেশের অগ্রগতির সূচনা হবে। আওয়ামী লীগের সবাই তখন কাঁদবে। গ্রামে গ্রামে তাদের জনগণ পুকুরে নিয়ে চোবাবে। তখন তারা তাদের নেতাদের বলবে, শীতকালে কেন এ ইলেকশন করতে গেলেন! তবে আমরা জনগণকে বলব, আপনারা বিষাক্ত মানুষদের চুবিয়ে পুকুরের পানি নষ্ট করবেন না। আইনের শাসন ফেরত এলে তাদের বিচার হবে। শুধু জেল না, অনেকের ফাঁসিও  হবে।’  গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘কারারুদ্ধ বাংলাদেশ : ডামি নির্বাচনের ফাঁদ ও ভোটাধিকার’ শীর্ষক সর্বদলীয় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসানের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, এনডিপি চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

এ সময় গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জেলা জাজ (অব.) শামসুল ইসলাম, ব্রি. জে. (অব.) হাবিবুর রহমান, প্রফেসর মাহবুবুর রহমান, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান তুহিন, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান, সহকারী আহ্বায়ক শেখ খাইরুল কবির, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান, ইমাম হোসেন, মোজাম্মেল মিয়াজী, আরিফ বিল্লাহ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসেন, সদস্যসচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজা কিবরিয়া বলেন, ‘এ দেশটা সম্ভাবনাময় দেশ, এজন্য আমি ফেরত এসেছি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীনও যুক্তরাষ্ট্রে সিটিজেন নিয়েছেন। আমি নিইনি। আমার বাবার হত্যার পর থেকে আমাকে অনেক সুবিধা দিতে চেয়েছিল আওয়ামী লীগ কিন্তু আমি নিইনি। আমি আওয়ামী লীগকে অনেক কাছ থেকে দেখেছি। এরা নিম্নমানের নেতৃত্ব দিয়েছে। ২০২৪ সালে নতুনভাবে শুরু হবে। ভালো নেতৃত্বের কারণে একটা দেশ অনেক দূর যেতে পারে। আমরাও পারব।’

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ছোট করা হয়েছে। কেন পাকিস্তানিরা জেনারেল ওসমানীর কাছে আত্মসমর্পণ করেননি, করলেন ভারতের হাতে? মুক্তিযুদ্ধে কেন আওয়ামী লীগ ভূমিকা রাখেনি?’

সর্বশেষ খবর