রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন একতরফা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন একতরফা হচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সরকার তলে তলে সব আসনে এমপি সিলেক্ট করে আন্তর্জাতিক সমর্থন আদায়ে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পীর চরমোনাই আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিছু কিংস পার্টি ও ডমেস্টিক দল নিয়ে কথিত নির্বাচনি বৈতরণী পার হতে চাচ্ছে সরকার। নির্বাচনে ভোটার নেওয়ার জন্য নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন, নাগরিক সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করা হচ্ছে। তিনি হুমকি প্রদর্শন থেকে সরকার দলীয়দের বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোট বর্জন নাগরিক অধিকার।

দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় সভায় বক্তব্য দেন অধ্যাপক আশরাফ আলী আকন, খন্দকার গোলাম মাওলা, মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সর্বশেষ খবর