মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য

জমিটি উপহারের নয়, মন্ত্রীর মালিকানাধীন কোম্পানি ক্রয় করেছে

বাংলাদেশ প্রতিদিনে গতকাল ‘দখলের জমি মন্ত্রীকে উপহার’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস। বাংলাদেশ প্রতিদিনে পাঠানো লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘জমিটি উপহারের নয়, মন্ত্রীর মালিকানাধীন কোম্পানি ক্রয় করেছে।’

প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার এরাদুল হক বলেছেন, ‘প্রকাশিত সংবাদটিতে যে ৩০ শতক জমির কথা বলা হয়েছে তা আমাদের কোম্পানি বছর দেড়েকেরও বেশি আগে রংধনু গ্রুপ থেকে অত্যন্ত সরল বিশ্বাসে নগদ মূল্যে ক্রয় করে। যা রেজিস্ট্রেশন বাবদ ২৬ লাখ টাকারও অধিক মূল্য পরিশোধ করা হয়েছে। কিন্তু প্রকাশিত সংবাদে জানতে পারলাম যে, কে বা কারা বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস লিমিটেডের নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। অথচ জায়গাটি ‘বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস’-এর নামে ক্রয়কৃত। সংবাদ প্রকাশ হওয়ার পরে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, রংধনু গ্রুপ থেকে ক্রয় এবং পরবর্তীতে রেজিস্ট্রেশনের পরে আমাদের যে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, তার অবস্থানের সঙ্গে মৌজা ম্যাপের জমির প্রকৃত অবস্থানের গরমিল রয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে রংধনু গ্রুপ আমাদের কোম্পানি বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস-এর সঙ্গে প্রতারণা করেছে। যা আমাদের জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক ও পীড়াদায়ক। এ ছাড়াও প্রকাশিত সংবাদে সরকারের মন্ত্রিসভার একজন সদস্যকে রংধনু গ্রুপ থেকে উপহার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যা সঠিক নয়। মূল্য পরিশোধের মাধ্যমেই ‘বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস’ রংধনু গ্রুপ থেকে ওই জমিটি কিনে নিয়েছে। এখানে মন্ত্রিসভার সদস্যের বিষয়টি কোনোভাবেই সঠিক নয়’ বলেও জানিয়েছেন তার বক্তব্যে।

সর্বশেষ খবর