বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হয়রানি কমালে রপ্তানি বাড়বে

ফারুক হাসান

হয়রানি কমালে রপ্তানি বাড়বে

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, রপ্তানির বিভিন্ন ক্ষেত্রে হয়রানি কমানো গেলে পোশাক রপ্তানি আরও বাড়ানো যাবে। পোশাক রপ্তানি অনেক দিন আগে থেকেই কমতে শুরু করেছে। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব পড়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসান বলেন, কাস্টমস, বন্ড, ভ্যাট এগুলোতে যদি আমাদের হয়রানিটা কম হতো তাহলে হয়ত আরেকটু ভালো রপ্তানি করতে পারতাম। বিশ্বব্যাপী অর্ডার কমে গেছে, আমরা ভালো করার চেষ্টা করেছি। কিন্তু গ্যাসের দাম বেড়েছে, সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে পোশাক খাতে। তিনি আরও বলেন, পোশাক রপ্তানির নেতিবাচক প্রভাব ইতোমধ্যে পড়েছে, এটা আমরা আগেই বলেছি। তার পরও আমরা রপ্তানি বাড়ানোর চেষ্টা করেছি। আরেকটু ভালো করতে পারতাম যদি গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকত। একই সঙ্গে কাস্টমস, বন্ড, ভ্যাটে যদি আমাদের হয়রানিটা কম হতো, তাহলে আমরা বেটার করতে পারতাম। ফারুক হাসান বলেন, ২০২৩ সাল আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। বিদ্যুৎ জ্বালানির সরবরাহ স্বাভাবিক ছিল না, সুদ বেড়েছে অনেক। সবকিছু মিলে গত বছর অনেক কঠিন ছিল।

সর্বশেষ খবর