বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্রেতারা আসছেন না অস্থিরতার কারণে

মোহাম্মদ হাতেম

ক্রেতারা আসছেন না অস্থিরতার কারণে

জাতীয় নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি ক্রেতারা পণ্যের রপ্তানি আদেশ দিতে আসছেন না বলে জানিয়েছেন নিট পোশাক রপ্তানি খাতের সংগঠন বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার কাগজে-কলমে রপ্তানির যে হিসাব দেখাচ্ছে, বাস্তবচিত্র তার চেয়ে অনেক বেশি খারাপ। আমরা মাঠপর্যায়ে কারখানাগুলো পরিদর্শন করে যা বুঝতে পারছি তাতে চিত্রটি হতাশাজনক।

রপ্তানি খাতের এই নেতিবাচক পরিস্থিতির জন্য বহির্বিশ্বের অস্থিতিশীলতার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনেতিক অনিশ্চয়তাকেও কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। মোহাম্মদ হাতেম বলেন, জাতীয় নির্বাচন নিয়ে একদিকে একটি রাজনৈতিক দল টানা হরতাল-অবরোধ দিয়ে আসছে। নির্বাচন অনুষ্ঠানের পরও যে এ পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। ফলে এই বার্তাগুলো বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করছে। তারা নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণ করছেন। এ ছাড়া ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়েও কারখানাগুলোতে এখনো অস্থিরতা রয়েছে। আজও (গতকাল) কয়েকটি কারখানায় ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে গন্ডগোল হয়েছে বলে আমার কাছে খবর এসেছে। বিকেএমইএ-এর এই নেতা বলেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এসব কারণে গত কয়েক মাস ধরেই রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছিল। এখন দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এই নেতিবাচক প্রভাব আরও দীর্ঘায়িত করতে পারে বলেও আশঙ্কা রয়েছে তাঁর। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসে সবকিছু শক্ত হাতে সামাল দিতে পারলে রপ্তানি খাতের নেতিবাচক প্রভাব কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ খবর