বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাংগঠনিক শক্তি আর ঐক্যেই ঘুরে দাঁড়াবে

জয়নুল আবদিন ফারুক

সাংগঠনিক শক্তি আর ঐক্যেই ঘুরে দাঁড়াবে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক শক্তি আর নেতা-কর্মীদের ঐক্যের ভিত্তিতেই ঘুরে দাঁড়াবে বিএনপি। আলাপকালে জাতীয় সংসদের সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার বলে সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমাদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। তবে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা আমাদের আছে। এরশাদও স্বৈরাচারী কায়দায় বিএনপিকে ভেঙে তছনছ করতে চেয়েছিলেন। বর্তমান সরকারও এরশাদের মতোই বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। দলের হাজার হাজার নেতা-কর্মী হামলা-মামলা, গুম নির্যাতনের শিকার হলেও দল ছাড়ছেন না। এভাবে বিএনপি সাধারণ মানুষের মাঝেই বেঁচে থাকবে, আবারও ঘুরে দাঁড়াবে। জয়নুল আবদিন ফারুক বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ২০১৪ এবং ২০১৮ সালের চেয়েও খারাপ হবে। কারণ, এ একতরফা নির্বাচন তারা করতে পারবে না। জনগণ নির্বাচনি নাটকে অংশগ্রহণ করবে না। বিএনপির এ নেতা বলেন, দলের বেশকিছু নীতিনির্ধারককে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে আটক রাখা হয়েছে। এভাবে আটক রেখে, দলীয় অফিস বন্ধ করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। মামলার কারণে নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত হলেও তাদের মনোবল অটুট। যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমরা আমাদের নেতার নির্দেশে রাস্তায় আছি, মানুষকে ভোট বর্জনে উৎসাহ জোগাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়ে এবারের ভোট বর্জন সফল করব। জয়নুল আবদিন ফারুক বলেন, সরকার যে একদলীয় ডামি নির্বাচন আয়োজন করেছে সেই নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে তার জন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা জনগণকে আহ্বান করব, আপনারা এ ডামি নির্বাচন বর্জন করুন।

 

সর্বশেষ খবর