বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যারা সরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

যারা সরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা

যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙল প্রতীকের প্রার্থী জি এম কাদের। গতকাল সন্ধ্যার পর রংপুর সদর উপজেলার পানবাড়ি বাজার, শিবের বাজার ও মমিনপুর বাজারে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, আমাদের রাজনীতি মুদ্রার এপিঠ-ওপিঠ নয়। এটা একটা সত্যিকারের রাজনীতি। যদি আমরা এগিয়ে নিতে পারি, হয়তো দেশের জনগণ আবার আমাদের মূল্যায়ন করবে। তিনি বলেন, আমাদের রাজনীতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা কোনো মহাজোট করিনি। আমরা কোনো সিট ভাগাভাগি করিনি। পরিষ্কারভাবে আমি বলতে চাই, আমাদের শুধু একটা দাবি ছিল- আমরা সংসদে যেতে চাই, সংসদে থাকতে চাই। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্যসচিব হাজী আবদুর রাজ্জাক, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আলাউদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু প্রমুখ।

সর্বশেষ খবর