শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ফ্লোরেন্সিয়া সটো নিনো

নির্বাচন পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

নির্বাচন পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানালেন সংস্থাটির মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সটো নিনো। বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শুধু বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আশা করছি, নির্বাচনটি স্বচ্ছ এবং প্রচলিত রীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আপাতত আমাদের কাছে জবাব এটুকুই।’

৭ জানুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কটি দেশের ২ শতাধিক পর্যবেক্ষক ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। দাদশ জাতীয় সংসদের ৩০০ আসনে লড়ছেন ২৮ রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জন প্রার্থী। এ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিএনপি বর্জনের ডাক দিয়েছে। দলটির বর্জন কর্মসূচির প্রতি তেমন কোনো জনসমর্থন দৃশ্যমান হচ্ছে না। এ অবস্থায় জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি? এমন প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র নিনো উপরোল্লিখিত কথা বলেন। প্রসঙ্গত, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত জাতিসংঘের যে ধরনের ধারণা ছিল, সর্বশেষ এ প্রশ্নোত্তরকালে তার প্রতিফলন ঘটেনি। অধিকন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের পরিপূরক মনোভাবেরই প্রকাশ ঘটেছে বলে মনে করছেন অনেকে। এ সময় ফ্লোরেন্সিয়া সটো নিনো গাজা পরিস্থিতি নিয়েও নানা তথ্য উপস্থাপন করেন।

সর্বশেষ খবর