শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মগের মুল্লুকও লজ্জা পাবে

নিজস্ব প্রতিবেদক

মগের মুল্লুকও লজ্জা পাবে

জ্যেষ্ঠ আইনজীবী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নির্বাহী সদস্য শাহদীন মালিক বলেছেন, আমাদের রাজনৈতিক দলের নেতাদের কার্যকলাপে মগের মুল্লুকও লজ্জা পাবে। নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ বনাম স্বতন্ত্র লীগের। নির্বাচনে জিতলে অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীই আওয়ামী লীগে যোগ দেবেন। ফলে আগামী সংসদে ২৮০ জনই সরকারি দলের হলে আশ্চর্য হব না। গণতন্ত্রের যে ‘গ’ আছে, সেটাও আগামী ২-৩ বছরের মধ্যে আর থাকবে না। গতকাল ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ’ শীর্ষক সুজনের অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংসদ সদস্যদের কাজ এলাকার উন্নয়ন করা না, তাদের মূল কাজ আইন প্রণয়ন করা। উন্নয়নমূলক কাজ স্থানীয় সরকারের দায়িত্ব। দুর্ভাগ্যবশত আমরা স্থানীয় সরকারকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে ফেলেছি। এজন্য জাতীয় নির্বাচনেও আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনি প্রচারণায় গিয়ে প্রার্থীরা এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

সর্বশেষ খবর