শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দেশ ভালোর দিকে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

দেশ ভালোর দিকে যাচ্ছে

দেশ ভালোর দিকে যাচ্ছে। শুধু কথা বলে হবে না, কাজ করতে হবে অপশক্তিকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা দূর করতে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল রাজধানীর সিরডাপে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল বলেন, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শুধু ভোটের সময় নয়, যে কোনো সময় সাম্প্রদায়িক শক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য মিলেমিশে থাকতে হবে। ৭ জানুয়ারি নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রোকেয়া কবির, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলী শিকদার, খুশী কবির, অধ্যাপক সাদেকা হালিম, কাজল কর্মকার প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর