শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নিরাপত্তায় জিরো টলারেন্স

নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার আনসার সদস্য মোতায়েন

আনসার মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার আনসার সদস্য মোতায়েন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে সর্বমোট ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তিনি আরও জানান, নির্বাচন কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবিলার জন্য আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বিরোধী অনেক পক্ষ চায় না নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এ ব্যাপারে তাদের নানান প্রচেষ্টা আছে। তারা চাইবে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। আমরা সচেতন আছি। যে কোনো ধরনের নাশকতা নির্মূলে আমরা সক্ষম হব।

তিনি গতকাল রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আনসার-ভিডিপি প্রধান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সারা দেশের ৪২ হাজার ১৪৯টি ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষায় ৫ লাখ ৫ হাজার ৭৮৮ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ২৫০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্যরা ১ হাজারটি সেকশনে বিভক্ত হয়ে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। উপকূলের ১৩টি উপজেলা বাদে সব উপজেলায় আনসার ব্যাটালিয়নের একটি করে স্ট্রাইকিং টিম নির্বাচনি পরিবেশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। এ ছাড়াও নির্বাচন কেন্দ্র করে ২ হাজার ৮৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনি কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে মোট ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি)-এর নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন মহিলা ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন। পিসি ও এপিসিরা অস্ত্রসহ এবং ভিডিপি সদস্য- সদস্যাগণ লাঠি হাতে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরূপ অবনতি ঘটলে তা দ্রুত সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সারা দেশে আনসার-ভিডিপির ৬১ লাখ সদস্য রয়েছেন। এবার নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের সবাইকে আইডি কার্ড দেওয়া হয়েছে। যে কোনো নাশকতা ঠেকাতে আনসার বাহিনী প্রস্তুত। নির্বাচনের বাইরে কেপিআইয়ের নিরাপত্তায় ২ হাজার ৭০০ এবং রেলওয়ের নিরাপত্তায় ১৩ হাজার আনসার নিয়োজিত রয়েছে। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার বাহিনী কাজ করছে। নিরাপত্তার কোনো কমতি নেই, সরঞ্জামও যথেষ্ট রয়েছে। ঝুঁকিপূর্ণ ১০ হাজার ভোট কেন্দ্রে আলাদা নিরাপত্তাব্যবস্থা থাকবে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার আশঙ্কা নেই। তবে সবকিছু বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৪০ হাজার ১৯৯টি ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৪ লাখ ৮২ হাজার ২৩৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ছিল। সে সময় নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পাঁচজন আনসার-ভিডিপি সদস্য নিহত ও ১৭ জন সদস্য আহত হয়েছিলেন।

সর্বশেষ খবর