শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সরকারের পদত্যাগে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগে ঐক্যবদ্ধ হতে হবে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ২০১৪ ও ২০১৮ এবং ২৪ সালের নির্বাচনের মধ্যে পার্থক্য হচ্ছে ১৪ সালে জঙ্গিবাদ দমনের নামে প্রহসনের নির্বাচন করে বিশ্বনেতাদেরসরকারের পদত্যাগে ধোঁকা দেওয়া হয়েছে। ১৮ সালে দিনের ভোট আগের রাতে হয়ে গেছে। এবারের প্রহসনের বিরুদ্ধে ৪৫টি দল যুগপৎ আন্দোলন করছে। তিনি বলেন, এ সরকারের পদত্যাগে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর, জমিয়ত সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববী হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

সভাপতির বক্তব্যে জালালুদ্দীন আহমেদ বলেন, দেশ আজ মহাসংকটে। মানুষ তিন বেলা খেতে পারে না। বিচার, প্রশাসনসহ সব বিভাগ এক ব্যক্তির অধীনে চলে। অবিলম্বে মাওলানা মামুনুল হকসহ রাজনৈতিক নেতা ও কর্মী সমর্থকদের মুক্তি দিতে হবে। সাইফুল হক বলেন, আমাদের আদর্শ ও রাজনৈতিক পার্থক্য থাকলেও আমরা আজ ঐক্যবদ্ধ। বাড়িতে ডাকাত ঢুকলে পাড়া প্রতিবেশী একসঙ্গে হয়ে উদ্ধার করতে হয়। তেমনি এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। নুরুল হক নূর (সাবেক ভিপি) বলেন, একতরফা ডামি নির্বাচনকারীরা জাতির শত্রু। তাদের সহযোগীরাও জাতির শত্রু। ভাগ-ভাটোয়ারার নির্বাচন প্রত্যাখ্যান করে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সর্বশেষ খবর