শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সরকারের অপকর্ম রুখে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারের অপকর্ম রুখে দিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ৭ জানুয়ারি প্রহসনের ভোট বর্জনের মাধ্যমে সরকারের অপকর্ম রুখে দিতে হবে। দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গতকাল বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন পর্যায়ের লোকজন সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে পীর চরমোনাই বলেন, ৭ জানুয়ারির নির্বাচন আমার-আপনার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। ভোট জালিয়াতি করে সীমাহীন লুটতরাজ, জুলুম, খুন, গুম ও অনিয়ম জারি রাখার নির্বাচন। দেশের সম্পদ বিদেশে পাচার করা, ব্যাংকগুলো শূন্য করা, চুরি করে কোটিপতি হওয়ার অবৈধ পদ্ধতিকে অব্যাহত রাখার নির্বাচন। এ নির্বাচন হলো ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির নির্লজ্জ খেলা। ফলে এ নির্বাচনে ভোট দেওয়ার মানে হলো, ক্ষমতাসীনদের সব অন্যায়, জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেওয়া। যা কোনোভাবেই দেশপ্রেমিক জনতার জন্য উচিত নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন- এ কথিত নির্বাচন বিরোধী দলগুলোর দাবির যথার্থতা আবারও প্রমাণ করল যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না।

সর্বশেষ খবর