শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

বিএনপি নিজেই ডামি দল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেই একটি ডামি দল। হরতালের মতো মরচে ধরা হাতিয়ার দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না। এরই মধ্যে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা এসেছেন। আমরা উৎসাহিত বোধ করছি। গতকাল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভোটে বাধা দিলেও বিএনপি ও সমমনাদের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা নিষেধাজ্ঞা না দেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, প্রধান বিরোধী দল না থাকায় আমরা আফসোস করি। বিএনপি থাকলে নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হতো। তার পরও এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে। তিনি বলেন, বিগত দুটি নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি এবার পাঠিয়েছে, এটি আমাদের জন্য আনন্দের খবর।

এই নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনটা হতে দিন। গ্রহণযোগ্যতা পাবে কি না, সেটি বিদেশিরাই বলবেন। আমরা তো বলছি, টার্ন আউট, অংশগ্রহণ সন্তোষজনক হবে। বিদেশি গণমাধ্যমে বলা হচ্ছে- বিএনপি ও সমমনারা নির্বাচন বর্জন করায় বাংলাদেশে একটি ওয়ান সাইডেড (একতরফা) নির্বাচন হতে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখানে ওয়ান সাইডেড ইলেকশন হচ্ছে না, এখানে হচ্ছে ওয়ান সাইডেড বিরোধিতা। বিরোধী দল কে হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা ইনশা আল্লাহ নির্বাচনে বিজয়ী হব। কত আসন, সেটি আমি এখনই বলতে চাই না। আর নির্বাচনের ফলই বলে দেবে বিরোধী দল কে হবে। ভোটের দিন বিএনপির হরতাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হরতাল এমনিতেই আন্দোলনের মরচে ধরা হাতিয়ার। এই মরচে ধরা হাতিয়ার বিএনপি আগেও প্রয়োগ করেছে। কোনো লাভ হয়নি। সামনে লাভ হবে, এমন আশা করেও লাভ নেই। হরতাল ডেকে প্রকাশ্যে বাধা দিলেও বিএনপি ও তার মিত্রদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা আসবে না, কেন ভিসানীতি প্রয়োগ হবে না এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছে প্রশ্ন রাখছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর