শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বিএনপির সংবাদ সম্মেলন

ডামি নির্বাচনে ডামি ভোটার দেখানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারির একতরফা ও ভাগবাঁটোয়ারার নির্বাচন নিয়ে দেশে-বিদেশে সমালোচনা চলছে। আওয়ামী লীগ সরকার মরিয়া উদ্যোগে প্রতিদিন সেটিকে প্রহসন ও সহিংসতার নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। ডামি প্রার্থী ও ডামি দল উৎপাদন করেই ক্ষান্ত হয়নি, এখন তারা নজর দিয়েছে জোরপূর্বক ডামি ভোটার সৃষ্টিতে। তিনি বলেন, আসলে এই সরকারের সময় ফুরিয়ে আসছে। তাই তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার কোনো কারণ নেই। গতকাল রাজধানীর গুলশানে তার বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতা জানান, বৃহস্পতিবার রাতে তার দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্য বিষয় এবং নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান বক্তব্য রাখেন। ড. মঈন খান ভোটারদের উদ্দেশে বলেন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আপনারা এই অবৈধ সরকারের হুমকি সাহসের সঙ্গে মোকাবিলা করুন। যারা আপনাকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করছেন, তাদের নাম সংরক্ষণ করে রাখুন। তিনি বলেন, ৭ জানুয়ারি এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে। ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে গেছে। ভোটারদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। সুবিধাভোগী ভাতা কার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকিসহ নজিরবিহীনভাবে নৌকা প্রতীকে সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সারা দেশের প্রায় ২০ লাখ সরকারি চাকরিজীবীকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ানোর প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে প্রশাসনের বিশাল অংশজুড়ে হতাশার সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ খবর