রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোটের মাঠে চোখ কূটনীতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নির্বাচনের দিকে গভীরভাবে দৃষ্টি রেখেছেন ঢাকায় থাকা বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়। এ নির্বাচন কেমন হয় এবং এতে ভোটার উপস্থিতি কেমন হয় সেদিকে দৃষ্টি রেখেছেন সবাই। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ নির্বাচনে ভোটাররা ভোট দিতে যান কি না, ভোট দিতে তাদের জোর করা হয় কি না এবং সহিংসতা কোন মাত্রায় হয়, এসব তারা দেখতে চান। বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনে বিএনপি ও তাদের সমমনারা অংশ না নিলেও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ আছে। কারণ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে ভারত, চীন ও রাশিয়ার অবস্থানের পার্থক্য আছে। সবাই যার যার অবস্থান থেকে এ নির্বাচনকে তাদের মতো করে পর্যবেক্ষণ করছে। নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, কূটনীতিকরা জানতে চেয়েছেন ভোটারদের ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে কি না। আমরা স্পষ্ট করে দিয়েছি, এ ধরনের কোনো চাপ নেই। বরং আমরা ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করছি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গত বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে। আমরা নিবিড়ভাবে এ নির্বাচনের দিকে নজর রাখছি। তবে কোনো ঘটনায় যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নিতে পারে বা পারে না, সে বিষয়ে আগে থেকে কিছু বলা হয় না। জাতিসংঘও বাংলাদেশের নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণে রাখার কথা বলেছে। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো বলেন, আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বৃহস্পতিবার বলেন, আমরা ধারবাহিকভাবে বলে আসছি, বাংলাদেশে নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা এ অবস্থানেই আছি।

সর্বশেষ খবর