রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোটের আগের দিনেও নির্বাচনি ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগের দিন গতকাল দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে কর্মী-সমর্থককে মারধর, রগ কাটা, হাতুড়িপেটাসহ নানা ঘটনার অভিযোগ করেছেন প্রার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর অনুসারীরা। শুক্রবার গভীর রাতে কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলান্ধা গরিব আলী শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ নূর জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের অনুসারী শামসুল ইসলাম চেয়ারম্যান, বদিউল আলম তুষার, শুক্কুর, ইকবাল আহমদের নেতৃত্বে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া হয়। আগুনে বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। এলাকার লোকজন ঘটনাস্থলে গেলে দুষ্কৃতকারীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করে। এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের নৌকার প্রার্থী উম্মে কুলছুম স্মৃতির বাড়ি ও গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাড়িতে এ হামলা চালানো হয়। তার বাড়ির সামনে রাখা একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় উম্মে কুলছুম স্মৃতি বাড়িতে ছিলেন। হামলার ঘটনায় উম্মে কুলছুম স্মৃতি এমপি বলেন, হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ থানা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনি অফিসে শনিবার ভোররাতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ভস্মীভূত হয়েছে নির্বাচনি অফিস ও পাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠান। নৌকার নির্বাচনি অফিসের তত্ত্বাবধায়ক সুলতান আহমেদ জানান, ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা থানার সন্নিকটে অবস্থিত নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ¦লতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টার পাশাপাশি কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে রাজ টেলিকম ও এশিয়া স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশাল সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক অভিযোগ করেছেন তার দুই কর্মীকে মোটরসাইকেলসহ আটক করে মারধর করেছে স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপনের কর্মীরা। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে তাদের ওপর হামলা চালানো হয়। গতকাল বিকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এর আগে শুক্রবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন দাবি করেন, শুক্রবার রাতে তার প্রধান নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়েছে নৌকার কর্মী-সমর্থকরা। এ সময় তাকেসহ তার স্ত্রী, বাবা-মা এবং কর্মীদের মারধর করা হয়। এদিকে বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীর হাতের রগ কর্তন এবং আরেকজনের চোখ উৎপাটন চেষ্টার অভিযোগ উঠেছে। নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করায় গত শুক্রবার রাত ৯টার দিকে ওই উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের শাওরা বাজার এলাকায় তারা হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে। আহতরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ কর্মী ইউসুফ মিয়া (৩০) ও সাহাবুদ্দিন (৩৪)। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিনোদপুরে নির্বাচনি অফিসে ভাঙচুরসহ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নির্বাচনি পোস্টার ও ব্যানারসহ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের (ঈগল প্রতীক) নির্বাচনি এজেন্ট মহিদুল ইসলামকে হাতুড়িপেটা করার অভিযোগে নৌকার এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিংড়া উপজেলার কলম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মকবুল হোসেন। তিনি সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার চেষ্টার অভিযোগে আবুল খায়ের (২৮) নামে নৌকা সমর্থিত এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে জানান বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে তার গাড়ির ওপর হামলার চেষ্টা করে জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেনের ছেলে সোহেল ও আবুল খায়েরসহ নৌকার প্রার্থী মো. জিল্লুল হাকিমের ১০-১২ জন কর্মী। এ সময় স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হলে সন্ধ্যায় আবুল খায়েরকে আটক করে পুলিশ। বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মজিবর রহমান মজনুর প্রধান নির্বাচনি কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রধান নির্বাচনি কার্যালয় টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের পাশে জনতা ব্যাংকের সামনে বিকট শব্দে হঠাৎ এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

সর্বশেষ খবর