রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বিএনপির হরতাল

গণপরিবহন সংকট বাস রিকুইজিশন যাত্রীভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

আজ ৭ জানুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই ভোটকে ঘিরে নির্বাচন বর্জন ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল গতকাল সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে সোমবার সকাল ৬টা পর্যন্ত।

গতকাল হরতালের শুরুতেই সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের উপস্থিতি দেখা গেলেও তা অন্য দিনের তুলনায় ছিল কম। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিভিন্ন বাসস্ট্যান্ডে অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সকালে রাজধানীর বাসাবো, মৌচাক, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুর-১০ ও মিরপুর-২-সহ বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে। রাজধানী থেকে ঢাকার বাইরে যাওয়া পরিবহনের সংখ্যাও ছিল কম। বাস কম থাকার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ বাস রিকুইজেশনে নিয়েছে। এদিন বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেছে। এদিকে হরতালের সমর্থনে গতকাল দক্ষিণখান থানা বিএনপির বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক উত্তরা পূর্বজোনের টিম প্রধান মোস্তাফিজুর রহমান সেগুনের নেতৃত্বে অংশ নেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির থানা যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দিন, আমিরুল ইসলাম বাবলু, মিন্নাত আলী, মো. শাহজালাল, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফ হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটন, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান শরিফ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু, মহিলাদলের সভানেত্রী জাকিয়া সুলতানা পান্না প্রমুখ। তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণে সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম, ইউনিট সভাপতি জামাল মৃধা, লোকমান মিয়া, মো. মতিন। শ্যামলী স্কয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর জোন। ভিপি ইব্রাহিমের নেতৃত্বে নির্বাচন বর্জনের দাবিতে মিরপুর-১০ নম্বর গুলচত্বর থেকে ২ নম্বর পর্যন্ত হরতালের সমর্থনে কৃষক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোনা : নেত্রকোনার ৫টি আসনের মধ্যে গতকাল নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের কেন্দুয়ায় পৌরসভার ভিতরে পারভীন সিরাজ মহিলা কলেজ কেন্দ্র ও কান্দিউড়া ইউনিয়নের বেতগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দিয়েছে হরতালকারীরা। দুটি কেন্দ্রেই কক্ষের বাইরে মাঠে আগুন জ্বালিয়ে তারা নির্বাচন বর্জনের স্লোগান দিতে থাকে।

সিলেট : সিলেটে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে এ ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, একটি চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

নোয়াখালী : গতকাল সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌরবাজার সংলগ্ন প্রধান সড়কে আগুন জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।

খাগড়াছড়ি : হরতাল চলাকালে খাগড়াছড়ির দীঘিনালায় সকাল সাড়ে ১১টায় দুর্বৃত্তরা অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর করেছে। দুর্বৃত্তরা গাড়ির ওপর ইটপাটকেল মারলে গাড়ির কাচ ভেঙে যায়। তবে গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও তার গাড়ির চালক অক্ষত থাকেন।

চাঁদপুর : চাঁদপুর শহরে বাসস্ট্যান্ডে অবস্থানরত নির্বাচনি কাজে নিয়োজিত আনন্দ পরিবহন বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাড়ির চালক নাছির উদ্দিন আহত হয়েছেন। গতকাল ভোরে বাসস্ট্যান্ড ইলিশচত্বরের উত্তর পাশে সড়কে এ আগুন লাগানোর ঘটনা ঘটে।

নেত্রকোনা : নেত্রকোনার তেরিবাজার এলাকায় একটি হার্ডওয়্যারের তালাবদ্ধ দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। দোকান মালিক দেলোয়ার হোসেন পারলা এলাকার মজিবুর রহমানের ছেলে। শুক্রবার দিনগত রাত ৩টা ১০ মিনিটের সময় ফায়ার সার্ভিসের অফিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বগুড়া : ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল বগুড়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। খবর পেয়ে পুলিশ এলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়। গতকাল সকাল ৮টার দিকে শহরের চেলোপাড়া মোড়ে ঘটনাটি ঘটে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল : ভোট বর্জনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল সকাল সাড়ে ৯টায় নগরীর বিএম কলেজ রোডে মহানগর ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হরতাল সফল করতে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা।

ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রাচত্বরসহ চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের কয়েকটি স্থানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শহরের মুক্তমঞ্চ, খেদন সর্দারের মোড়, সালেহা স্কুল সংলগ্ন, ধানবান্ধি অগ্রণীর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে কোন্ডা ইউনিয়নের অধ্যাপক হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে।

সিলেট : সিলেটে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে জেলার কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে সুরইঘাট বাজারে মশাল মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর চড়াও হলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। সংঘর্ষে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ সব পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

 

সর্বশেষ খবর