রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে আগুন সরকারের পুরনো খেলা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনার নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, এ ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। মানবতার পরিপন্থি চরম এক হিংস্র নিষ্ঠুরতা। এ ঘটনার বিচারে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দলটি। শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এই সরকারের পুরনো খেলা। ট্রেনে আগুন লাগিয়ে জীবনহানি ও অগ্নিদগ্ধ হয়ে অনেককে মারাত্মক জখম করার কাপুরুষোচিত ঘটনা। এর সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। এই অমানবিক ঘটনা পূর্ব পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক।

রিজভীর নেতৃত্বে শাহবাগে মিছিল : বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকালে শাহবাগ মোড় থেকে শুরু হওয়া মিছিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নেতৃত্ব দেন। মিছিলটি বাংলা মোটরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী আহমেদ বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে সেই পুরনো খেলায় মেতে উঠেছে সরকার। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তানভিরুল হুদা (চাঁদপুর-২), রবিউল ইসলাম রবি, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরিফুল ইসলাম ও ডা. সালাউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারিক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর