রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মার্কিন ও কানাডার নাগরিকদের জন্য সতর্কতা

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস ও কানাডার হাইকমিশনার। মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ সতর্কতা জারি করা হলো। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, ভোটের দিন ঢাকায় মার্কিন দূতাবাসের সেবাদান বন্ধ থাকবে। এ দিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে, শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও যে কোনো মুহূর্তেই পরিস্থিতি সাংঘর্ষিক ও সহিংস হয়ে উঠতে পারে। আরও বলা হয়, ভোটের দিনে অথবা ভোটের পরের কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ কোনো ধরনের আগাম সতর্কবার্তা বা অল্প সময়ের সতর্কতার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটতে পারে। এসব কারণে যে কোনো ধরনের বড় জমায়েত দেখলে এর আশপাশের এলাকায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা, স্থানীয় ঘটনাবলি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি হালনাগাদ তথ্য পেতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা। কানাডার সরকারি ওয়েবসাইটে এ পরামর্শ দিয়ে বলা হয়েছে, জঙ্গিবাদের হুমকি, রাজনৈতিক কর্মসূচি, দেশব্যাপী হরতাল এবং সহিংস সংঘর্ষের কারণে উচ্চ সতর্কতা অবলম্বন করুন। ওয়েবসাইটে বিশেষ করে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৭ জানুয়ারি ২০২৪ সালে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিশাল রাজনৈতিক র‌্যালি ও বিক্ষোভ হচ্ছে। যা নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ভোট কেন্দ্রগুলোতে মিলিটারি ও পুলিশ সদস্যদের অধিক উপস্থিতি পরিলক্ষিত হবে। এতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট। এমনকি শান্তিপূর্ণ বিক্ষোভও যে কোনো মুহূর্তে সহিংসতায় রূপ নিতে পারে। এসব কারণে ট্রাফিক ও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। কানাডা আরও জানিয়েছে, বাংলাদেশে হরতাল, অবরোধসহ বিভিন্ন বিক্ষোভ চলছে। যেগুলো সামনে আরও হতে পারে। সেজন্য সতর্ক থাকবে হবে। এসব আন্দোলন চলার সময় বিশেষ করে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়ক ও গুলশান এভিনিউর ৭৯ নম্বর সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে।

 

সর্বশেষ খবর