সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুষ্ঠু হয়েছে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু হয়েছে নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সহিংসতার গুরুতর কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনি অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। নির্বাচন শেষে একটি বিষয় স্বস্তিদায়ক যে, নির্বাচনি সহিংসতায় কোনো মৃত্যু হয়নি। কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে। তবে কিছু কিছু সংবাদ আসছিল কারচুপি, সিল মারা হচ্ছে- নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অবহিত হওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ফলস নিউজ এসেছিল, ক্রস চেক করা হয়েছে।’ গতকাল দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট শেষে বিকাল সাড়ে ৫টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আসেন তিনি। ব্রিফিংয়ে এখনো নিশ্চিত করে ভোটের হারের বিষয়ে কিছু বলা যাবে না বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, এখন পর্যন্ত গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। সব আসনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর ভোটার হার আরও বাড়তে পারে। নির্বাচনের যে শঙ্কা ছিল, ভোটার উপস্থিতি হয়তো আরও কম হবে, কারণ একটি বড় দল ভোট বর্জন করে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তা হয়নি। অনেক কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। তবুও ভোটাররা ভোটাধিকার প্রয়োগে স্বাধীনভাবে চেষ্টা করেছেন।’

সর্বশেষ খবর