মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জি এম কাদেরের স্ত্রী জামানত হারিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

জি এম কাদেরের স্ত্রী জামানত হারিয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮৮ হাজার ৬০৮ জন এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৩৩টি। খসরু চৌধুরী ও শেরীফা কাদের ছাড়া আরও আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খসরু কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। শেরীফা কাদের লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট। জোটগত সমঝোতার ভিত্তিতে এ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। যার কারণে এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে কোনো প্রার্থী ছিল না। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এর চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারানোর বিধান আছে।

 

সর্বশেষ খবর