মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সত্যিকারের নির্বাচন বলা যাবে না

নিজস্ব প্রতিবেদক

সত্যিকারের নির্বাচন বলা যাবে না

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, এটাকে সত্যিকারের নির্বাচন বলা যাবে না। আওয়ামী লীগ যে সরকার গঠন করবে তার নৈতিক ভিত্তি দুর্বল। নৈতিক ভিত্তি দুর্বল হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করাটা কঠিন হয়ে যায়।

গতকাল সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে এক ধরনের ছলচাতুরি দেখেছি। এবারের নির্বাচনে নতুন ধরনের ছলচাতুরি দেখলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি।

ড. শাহদীন মালিক বলেন, আমার মনে হয় এতদিন সরকার যেভাবে চলেছে সেভাবেই চলবে। কিছু মেগা প্রজেক্ট হবে। সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠ তারা আর্থিকভাবে লাভবান হবেন।

সর্বশেষ খবর