মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শেখ হাসিনাকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রী ও ভুটান রাজার

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়কে ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বাংলাদেশি প্রধানমন্ত্রীকে ফোন করে এই শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। গতকাল এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে নরেন্দ্র মোদি নিজেই এসব কথা জানান। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক। ভুটানের রাজার ফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা। পোস্টে মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকেও। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী এবং মানবকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে নরেন্দ্র মোদি ফোন করার আগেই, তাঁর শুভেচ্ছা বার্তা বাংলাদেশি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আওয়ামী লীগের জয়ের ইঙ্গিত পাওয়া মাত্রই ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তিনি শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁর নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা। তিনি জানান, স্থিতিশীল, প্রগতিশীল এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে ভারতের সমর্থনের হাত বাড়ানোই থাকবে।

 

 

সর্বশেষ খবর