শিরোনাম
বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
আইনমন্ত্রী আনিসুল হক

স্বতন্ত্ররা মোর্চা গঠন না করলে জাতীয় পার্টিই বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান দেখে পরিষ্কার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে নিজ কার্যালয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা আজ বুধবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। কিন্তু এবারের সংসদে বিরোধী দল কারা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্র যারা নির্বাচিত হয়েছেন, তারা তাদের অবস্থান কীভাবে রাখবেন, তা ঠিক হওয়ার পরই বিরোধী দল কারা হবে, সেটি দেখা যাবে। এ জন্য অপেক্ষা করতে হবে। তারা (স্বতন্ত্র) কতজন কোথায় থাকতে যাচ্ছেন, কতজন স্বতন্ত্র থাকতে যাচ্ছেন- এ বিষয়গুলো যখন পরিষ্কার হবে, তখনই বোঝা যাবে, কারা বিরোধী দল হবে। কাল (আজ) নতুন সংসদ সদস্যদের শপথের পর স্বতন্ত্র সদস্যদের অবস্থান কী হবে, সেটি তারা (স্বতন্ত্র) জানাবেন বলে মনে করেন আইনমন্ত্রী।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তারা (স্বতন্ত্র) আওয়ামী লীগের। কিন্তু যখন তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখন তারা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হননি।

সর্বশেষ খবর