শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুশাসন নিশ্চিত করা নিয়ে প্রশ্ন

ড. ইফতেখারুজ্জামান

সুশাসন নিশ্চিত করা নিয়ে প্রশ্ন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মন্ত্রিপরিষদ কেমন হলো বা কে কোন মন্ত্রণালয় পেলেন, তা যেভাবেই বিশ্লেষিত হোক না কেন, একচ্ছত্র রাজনৈতিক অঙ্গন ও অবারিত ক্ষমতাসম্পন্ন শাসন কাঠামোতে দ্বাদশ সংসদ ও নতুন মন্ত্রিসভা জবাবদিহিমূলক সুশাসন ও জনকল্যাণমূলক সরকার কতটুকু নিশ্চিত করতে পারবে, এটিই বড় প্রশ্ন। যার জবাব কেবলমাত্র সময়ই দিতে পারবে। নতুন মন্ত্রীদের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টিআইবি প্রধান বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হবে’ মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বা দলীয় নির্বাচনি মেনিফেস্টো অনুযায়ী ‘দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সদস্যরা নিজস্ব অবস্থান ও সামষ্টিকভাবে কতটুকু তৎপরতার পরিচয় দিতে পারবেন, নাকি এসব ঘোষণা পূর্ববর্তী মেয়াদের তুলনায় আরও বেশি কাগুজে দলিলে রূপান্তরিত হবে, সেটিই দেখার বিষয়।

সর্বশেষ খবর