শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক চ্যালেঞ্জ

আবু আলম মো. শহীদ খান

রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক চ্যালেঞ্জ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, নতুন মন্ত্রিসভার সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ আছে। এসব মোকাবিলায় পদ্ধতিগত পরিবর্তনের জন্য তাদের কাজ করতে হবে।

তিনি বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যরা একটি বিশেষ দল থেকে নির্বাচিত। সেই দলের একটি ইশতেহার ছিল, জনগণের কাছে কিছু ওয়াদা করা হয়েছিল। সেই প্রতিশ্রুতিগুলো তারা কীভাবে বাস্তবায়ন করবেন- এটি তাদের সামনে প্রথম চ্যালেঞ্জ। শহীদ খান বলেন, মোটা দাগে তিনটি চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক যে সংঘাত-সমস্যা আছে, তার সমাধান খুঁজে বের করতে হবে। আমাদের অর্থনীতি আরেকটি বড় চ্যালেঞ্জ। জ্বালানি স্বল্পতা, মুদ্রাস্ফীতি, আয়বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট আছে। সরকার অনেক ঋণ নিয়েছে ব্যাংক থেকে। ডলার সংকট আছে। নিম্নআয়ের মানুষ বেশ চ্যালেঞ্জের মুখে আছে। তিনি বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। মন্ত্রী হিসেবে যার সামনে যে চ্যালেঞ্জ আসে, তা মোকাবিলা করে স্বপ্নের সোনার বাংলা গড়তে তারা অবদান রাখবেন। এসব চ্যালেঞ্জ উত্তরণ বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বা কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার সহজ কোনো সূত্র নেই। এগুলো বড় মাপের বিষয় হিসেবে বিবেচনা করে পদ্ধতিগত পরিবর্তনের কাজ করতে হবে। দেশে সংসদ আছে, সেটি কীভাবে চলে আমরা সবাই জানি। সংসদে বিরোধী দল থাকে, তাদের ভূমিকা থাকে। বিরোধী দল যেহেতু নেই, সেটি এখন কীভাবে চলবে, আলোচনার কেন্দ্রবিন্দুতে কী থাকবে, সেগুলো খুঁজে বের করতে হবে। সিন্ডিকেট আছে; যা আমরা গত ১০-১৫ বছরেও ভাঙতে পারিনি। ব্যাংক লুট হয়ে যাচ্ছে, টাকা পাচার হচ্ছে। প্রত্যেকটির জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে। দুর্নীতি দমন করার চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে রাজনীতিকে রক্ষার চ্যালেঞ্জ আছে।

 

সর্বশেষ খবর